বাংলাদেশের মিডিয়া অঙ্গণের অতি পরিচিত সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভ। অনেকবছর নাটকপাড়ায় কাজ করে এখন তিনি সমান দাপটে মিডিয়া অঙ্গণের সব সেক্টরে সমানভাবে বিচরণ করছেন। অপূর্ব এবং মেহজাবিন অভিনীত বাংলাদেশের সবচে বেশি দর্শক গ্রহণযোগ্য নাটক ‘বড় ছেলে’ তে সিনেমাটোগ্রাফি করে আলোচনায় আসেন
তিনি। পরে একে একে কাজ করেন অসংখ্য নাটক,টিভিসি,ডকুমেন্টারি ফিল্মে। চিত্রপরিচালক মাহমুদ দিদারের আসন্ন মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ এ সিনেমাটোগ্রাফার ছিলেন তিনি। গত কাল (৯/১১/২০১৯) ছিল তার জন্মদিন। উত্তরার একটি শ্যুটিং হাউজে শ্যুটিয়ের ফাঁকে কেক কেটে পালন করেন তার জন্মদিন। উপস্থিত ছিলেন আফরান নিশো, মেহজাবিন সহ আরো অনেক তারোকা সহ কলাকুশলীরা।