প্রতিনিধিঃ আসিফ আসনুন
বর্তমান বিশ্বে অনলাইন বিজনেস অর্থনীতিতে খুব বড় ভূমিকা পালন করছে। বাংলাদেশেও এর প্রভাব অনেক। বর্তমানে আমাদের সবার হাতের কাছেই পাওয়া যাচ্ছে ইন্টারনেট সেবা। সেই ইন্টারনেট সেবাকে কাজে লাগিয়ে বর্তমানে মানুষ সেটাকে ব্যাবসার ক্ষেত্র বানিয়ে নিচ্ছেন। ইন্টারনেটে গ্রাহক ঘরে বসে বসে তার পছন্দমত জিনিস বেছে নিতে পারবেন এবং তা অর্ডার করতে পারবেন। এই ক্ষেত্রে তরুণদের দৌড় সবার আগে।
ইন্টারনেটের সেবায় ঘরে বসে বসে গ্রাহক যেন তার পন্য সহজেই হাতে পেতে পারেন এর জন্য ছোট পরিসরে ফিমেইল ক্লথিং বিজনেস শুরু করেছেন আবু বক্কর সিদ্দিক। “এম গ্যালারী” নামে সে একটি অনলাইন বিজনেস পেইজ খুলেন ফেসবুকে। তিনি বলেন- “মূলত গ্রাহক সুবিধা মাথায় রেখে আমার এই যাত্রা শুরু।আমি কয়েকদিন হয় শুরু করেছি।আল্লাহর রহমতে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। আমি এবং আমার এক বন্ধু মিলে প্রথমে চিন্তা করি ছাত্র জীবনেই কিছু একটা শুরু করি। ভাবতে ভাবতে মনে করলাম আমরা দিনের বেশির ভাগ সময়ই তো ভার্চুয়ালে কাটাই কেননা এইটাকে কেন্দ্র করে আমরা ব্যাবসা শুরু করি এবং তখনই ফিমেইল ক্লথিং ব্যাবসা করবো অনলাইনে এমনটা সিদ্ধান্ত নিলাম এবং আশা আছে এই ছোট পরিসরের “এম গ্যালারী” একদিন ব্রান্ড এ পরিণত হবে”।