** ১৭৯৯৯ নমুনা পরীক্ষায় ৩৯৪৬ জনের করোনা শনাক্ত।
** করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৬২১।
** নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৯২ শতাংশ।
** মৃত ৩৯ জনের মধ্যে পুরুষ ৩২, নারী ৭।
** ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮২৯, মোট সুস্থ ৫১৪৯৫।
** সারা দেশে এ পর্যন্ত ১,২৬,৬০৬ জনের করোনা শনাক্ত।