(এডিবি) ২০১৯/২০ অর্থবছরের আওতায় মহেশপুর বাজার হইতে ঈদগাহ মাঠ পর্যন্ত ২১০ ফিট এইচবি- (হেরিং বন্ড)রাস্তা নির্মাণ করায় বাজারে”র ব্যবসায়ী/স্কুলের শিক্ষক,ছাত্র-ছাত্রী /ঈদগাহ/মসজিদের মুসুল্লি”দের এবং এলাকাবাসীর দীর্ঘদিনে”র দাবী পূরণ করতে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, মোঃশাহিনুর মল্লিক জীবন। প্রকল্পের সাথে চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী ।