বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে গণ মানুষের পাশে থেকে কাজ করে বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরও বলেন “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করলে ছাত্রলীগের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখা সম্ভব। করোনা মহামারীতে মানুষ যখন দিশেহারা তখন সারাদেশে ছাত্রলীগের কর্মীরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি ছাত্রলীগের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। বৃহষ্পতিবার রাতে ইউরোপ ভিত্তিক একটি বাংলা টেলিভিশনের অনলাইন সংলাপে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়।