নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান”- এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে ময়মনসিংহে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র অনুপ্রেরণায় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান সবুজের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
আজ শুক্রবার (২৬ জুন)ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা গ্রামে চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদ প্রাঙ্গণে এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশকে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান সবুজের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পালিত হয়।
বৃক্ষরোপণের মধ্যে বিভিন্ন ধরণের ফলজ ও ঔষধি বৃক্ষ রয়েছে।
এবিষয়ে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান সবুজ জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র অনুপ্রেরণায় ছাত্রলীগের সহযোগীতায় বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে।
আসুন আমরা সবাই বৃক্ষ রোপণ করি,
সবুজ বাংলাদেশ গড়ি।