বিশ্ব মাহামারি নোভেল করোনা ভাইরাস বাংলাদেশে আক্রমনের পর বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি
আল নাহিয়ান খান জয় ভাই যা করেছেন তার কিছু দিক তুলে ধরা হলোঃ
★করোনা ভাইরাসে যখন কৃষকের ধান কাটার শ্রমিকের অভাব তখন
বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি কৃষকের ধান নির্বিঘ্নে ঘড়ে তুলার জন্য মাঠে কৃষকের ধান কেটে দেন।
★করোনা ভাইরাস মোকাবেলায় সাধারন জনগনকে সর্তকতা মূলক পরার্মশ দিতে নিজেই প্রচারনা চালিয়ে জান।
★করোনা ভাইরাস থেকে রক্ষা করতে বাংলাদেশ ছাত্রলীগের উদ্দ্যগে হেন সেনেটাইজার তৈরি করে
তা সর্ব সাধারনের মাঝে বিতরন করেন।
★করোনা ভাইরাসের কারনে যখন লক ডাউন
তখন কর্মহীন মানুষকে খাবার সামগ্রী বিতরন করেন।
★বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়ে ও নিজের জীবনের তোয়াক্কা না করে
এই করোনা ভাইরাসে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন।
সর্বশেষ প্রিয় ভাই আপনার দ্বীঘায়ু কামনা করি।
মহান আল্লাহ্ পাক আপনাকে সুস্থতা ও দ্বীঘায়ু দান করুন।
আমিন।