সোমবার বিকালে ময়মনসিংহ জেলা পরিষদ আয়োজিত ফুলবাড়িয়া ডাকবাংলোতে বৃরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (এনডিসি) মোঃ কামরুল হাসান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক,
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিনা নাসরিন সহ,
প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সন্পাদক হারুন অর রশিদ হারুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় কমিশনার পৌর ভবন চত্বর ও ফুলবাড়িয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফলের গাছ লাগান।
এ সময় বিভাগীয় কমিশনার বেশি করে লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান।