মুজিববর্ষ উপলক্ষে ফুলবাড়িয়ায় উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন ময়মনসিংহ জেলা আ’লীগ নেতা এ্যাডঃ ইমদাদুল হক সেলিম।
বুধবার বিকেলে ফুলবাড়িয়ায় উপজেলা যুবলীগের উদ্যােগে ফুলবাড়িয়া ডাক বাংলোতে ১০০টি বৃক্ষরোপণ কর্মসূচী প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এ্যাডঃ মোঃ ইমদাদুল হক সেলিম।
ইমদাদুল হক সেলিম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কমপক্ষে একজন ব্যক্তি তিনটি করে গাছ লাগানোর জন্য উপজেলার সকল স্তরের দলীয় নেতৃবৃন্দকে এ আহবান করেন।
ফুলবাড়িয়ায় উপজেলা যুবলীগের আহব্বায়ক আব্দুল কদ্দুুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল আলম কাজল, আব্দুল আলীম আব্দুল্লাহ, সাকির আহম্মেদ খান, মোঃ মাহবুবুল আলম ছোটন প্রমুখ।
কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল।