ফুলবাড়ীয়া উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল এই মতবিনিময় সভায় করোনা ভাইরাস জনিত দুর্যোগকালিন বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয় নিয়ে আলোচনা হয়।
সমগ্র বিশ্ব আজ করোনা ভাইরাস জনিত দুর্যোগে আক্রান্ত। অন্যান্য দেশের মতো আমাদের দেশও এই দূর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যাতে বাড়িতে থেকেই পড়াশোনার চর্চা অব্যাহত রাখতে পারে, সেজন্য ভার্চুয়াল ক্লাস হচ্ছে। সংসদ টেলিভিশনে ক্লাস সমপ্রচার করা হচ্ছে।
সকল শিক্ষার্থীর মোবাইল ফোনে ভার্চুয়াল ক্লাসে যুক্ত হতে না পারলেও টেলিভিশনে প্রচারিত ক্লাসে সকলেই যুক্ত হতে পারবে। বাংলাদেশের সকল পরিবারেই টেলিভিশন আছে। এতে শিক্ষার্থী কোমলপ্রাণ শিশুদের সময়টাও ভালো কাটবে।তাই এই সময় শিশুরা যাতে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যায়, সে বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের সকলকে একত্রে কাজ করার জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট আহ্বান জানান।
উপজেলা শিক্ষা অফিসারের সঞ্চালনায় শিক্ষা অফিসের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এতে অংশ নেন।