ফুলবাড়ীয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দী দিবস পালিত হয়।
ফুলবাড়ীয়া উপজেলা যুবলীগের আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম।
সেলিম তিনি বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই, ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভিত্তিহীন, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। সেদিন অবরুদ্ধ হয়েছিলো গণতন্ত্র।তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় রাজনীতিতে মাইনাস ফর্মুলার অংশ হিসেবেই সেদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে এই দেশের জনগণ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মজিবুর রহমান খান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তরুণ আওয়ামীলীগ নেতা জনাব,মোঃ হারুনুর রশীদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আব্দুল আলিম আব্দুল্লাহ, মোঃ সাকির আহমেদ খান, মাহবুব আলম ছোটন, বিভিন্ন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক/যুন্ম-আহব্বায়ক।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক রাসেল।
কারাবন্দী দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।