ময়মনসিংহ বিডি নিউজ২৪
নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় ভাবে গৃহীত উদ্যোগে আপলোড কৃত সকল ভিডিও দাখিল কারীদের মাঝে ময়মনসিংহ জেলায় প্রথম পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু।
করোনা সচেতনতায় এলাকা ভিত্তিক মডেল সামাজিক উদ্যোগের বাস্তবায়নে রূপান্তরিত করে করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করে সকল ভিডিও আপলোড করে জেলা প্রশাসন এর কাছে তা দাখিল করেন, তাদের মাঝে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসন কর্তৃক জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ তোফায়েল আহাম্মেদ বাচ্চু।
ময়মনসিংহ বিডি নিউজ২৪ কে তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, শিল্পসমৃদ্ধ ইউনিয়ন হবিরবাড়ীতে প্রায় ৪ লাখ মানুষের বসবাস। আমি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩৫০ জন সদস্য নিয়ে স্বেচ্ছা সেবি টিম গঠন করি এবং তাদের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে রাত দিন কাজ করায় ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আমাকে প্রথম স্থানে নির্বাচিত করেছেন।
চেয়ারম্যান আরো বলেন, ভালুকা উপজেলায় আমাদের ইউনিয়ন হবিরবাড়ীতে সবচেয়ে বেশি কোভিড-১৯ (করোনা) পজেটিভ রোগী সনাক্ত হয়। সকলের আন্তরিকতা ও সহযোগিতায় করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় অনেকটাই সফলতা অর্জন করতে পেরেছি।
ময়মনসিংহ বিডি নিউজ২৪ কে এলাকাবাসী বলেন, করোনাকালীন সময়ে আমাদের চেয়ারম্যান জনাব মোঃ তোফায়েল আহাম্মেদ বাচ্চু আমাদের বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছেন।