ফুলবাড়ীয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপনে ফুলবাড়ীয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ওসি আজিজুর রহমান বলেন, এবার পবিত্র ঈদুল আযহা এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব।
আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিত জন অনেকেই আক্রান্ত, আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি।
অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে, তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।
পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা।