।।মো: নাজমুল হুদা মানিক।।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ৫আগষ্ট সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুলের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন, পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলে ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মাননীয় মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহ, সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য ও আমোকসুর সাবেক ভিপি মো: সাজ্জাদ হোসেন শাহীন, সম্মানিত সদস্য শাহ কুতুব চৌধুরী, এডভোকেট ইমদাদুল হক সেলিম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ইকবাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন ও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলালীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।