ময়মনসিংহের ফুলাবাড়িয়া উপজেলার ৯ নংএনায়েত পুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য রইছদ্দিন ওরফে (দুদু) এক জীবিত ব্যক্তিকে মৃত সার্টিফিকেট ও একজন ভালো মানুষকে পঙ্গু বানিয়ে সরকারি সুবিধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই ওয়ার্ডের আলম নামের এক ব্যক্তির অভিযোগ সূত্রে জানাযায়, এই দুদু মেম্বার ১/৯/২০১৮ তারিখ তার পিতা শওকত আলীর বয়স্ক ভাতা যার কার্ড বহি নং- ০২/১ হিসাবনং- ৩৩০২১০০৩০২৪৫৫ সাবেক ২৪৫৫। বই বাতিল করার জন্য মৃত্যু সার্টিফিকেট দিয়ে বই হাতিয়ে নিয়েছে অথচ শওকত আলী এখনো বেঁচে রয়েছেন যা সময়ের সবচেয়ে ন্যাকার জনক ঘটনা।ঐ দিকে আরেক অভিযোগ সূত্রে জানাযায়, আব্দুল হাইএকই ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হাই সুস্থ রয়েছেন। দুদু মেম্বার এলাকায় নির্বাচনী সুবিধা নিতে আব্দুল হাই মেম্বারকে পঙ্গু বানিয়ে দীর্ঘদিন যাবৎ সরকারি সুবিধা দিচ্ছেন।
এ বিষয়ে মৃত সার্টিফিকেট দেওয়া শওকত আলীর সাথে কথা বললে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং এই ঘটনার জন্য প্রধান মন্ত্রীর কাছে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে বিচার কামনা করেছেন। পরে ১৪সেপ্টেম্বর দুপুরের সরকারি সুবিধা ভোগী আব্দুল আব্দুল হাই মেম্বারের সাথে স্বাক্ষাত করে জানা যায় সে সুস্থ রয়েছেন স্বাভাবিক ভাবে চলাফেরা করছেন। ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান, আমরা কক্সবাজারে রয়েছি। এলাকায় এসে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করবো। বিষয়টি যখন এলাকায় তুলপার শুরু হলে মুঠোফোনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের অনেক দূর্নীতি রয়েছে। তারা মৃতকে জীবিত, স্বামী থাকতে বিধবা, আর সুস্থ ব্যক্তিকে পঙ্গু বানিয়ে সরকারি অর্থ লুট করে যাচ্ছেন। বিষয়টি আমার কাছে অভিযোগ রয়েছে। এসম্পর্কে মোঠো ফোনে রইচ উদ্দিন দুদু মিয়া বলেন আমি দুইবারের নির্বাচিত মেম্বার, এই কাজগুলি আমার দ্বারায় হয়নি। আমি ঘটনার কোন কিছুই জানিনা।
এলাকবাসী ময়মনসিংহ বিডি নিউজ২৪ কে বলেন, চাইলে প্রশাসন কঠিন বিচার করতে পারে আমরা বিচার চাই।