ময়মনিসংহ নগরীতে চ্যানেল এন্টারপ্রাইজ এর প্রোপাইটর হাজী মোঃ রফিকুল ইসলাম নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮০ লক্ষ টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানের ডিষ্টিবিউটার কমপ্লাইস অফিসার স্বপন মিয়া। পরে স্বপন মিয়া
কোম্পানীর গাড়ীতে ৮০ লক্ষ টাকার মাঝে ৫০ লক্ষ টাকা তুলে দেয়।পরবর্তীতে স্বপন মিয়া তার পূর্ব পরিচিত বন্ধু এহসানুল হক রাহাত এর যোগসাজশে বাকী ৩০ লক্ষ টাকা প্রতিষ্ঠানে জমা না দিয়ে আত্মসাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়
উক্ত ঘটনায় চ্যানেল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ক্যাশিয়ার নোহান ইসলাম সোহেল বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় গত ১৬ সেপ্টেম্বর ৪০৮ধারায় ৬২ নং মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে, ময়মনসিংহ জেলা পুলিশের সর্বোচ্চ অভিভাবক মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদারের দিক-নির্দেশনায় চাঞ্চল্যকর এই ঘটনার অভিযান পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানাধীন ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার আড়লন সৃষ্টিকারী বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র এসআই মিনহাজ ও এস আই নিরুপম নাগ
স্বপনের অবস্থান শনাক্ত করে গত ২১ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বাদুরতলায় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করে এবং ২৬ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ওই দিন কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে স্বপনের সহযোগী রাহাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ১লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করে
৩০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়া স্বপন ও তার সহযোগী রাহাতের কাছ থেকে মোট ২৭ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার হয়েছে
উল্লেখ্য, এর আগেও এই দুই পুলিশ অফিসার কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত একাধি চাঞ্চল্যকর হত্যা মামলার ও গুরুত্বপূর্ন আসামী গ্রেফতার করে তাদের জীবনের ঝুকি নিয়ে। এস আই নিরুপম নাগ ও এস আই মিনহাজকে করতে হয় বিভিন্ন ছদ্মবেশে অভিনয় কখনো মাটির কাটার কামলা আবার কখনও কৃষক, রিক্সাও ভ্যান চালক কিংবা হকার
এভাবেই ছদ্মবেশে তারা দেশের বিভিন্ন স্থানে গিয়ে ধরেন আসামী। তাদের পরিশ্রমের এই সফলতা এবং বুদ্ধিমত্তার জন্য সাধারণ মানুষও তাদের সম্মান জানাতে একটুও ভুল করেনি যেখানেই এরা যাবে সকলেই তাদেরকে মনের অন্তরস্থল থেকে দোয়া ও আর্শিবাদ করেন। সেই সাথে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদগুলো নিজেরাও শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। তাদের এই দুর-দৃষ্টিসম্পন্ন অভিযানের পর আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের পর চ্যানেল প্রতিষ্ঠানে আশার আলো খুজে পায়।