আগামীকাল (২০ অক্টোবর) বোররচর ইউপি নির্বাচন হবে সুষ্ঠু,স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্বাচনে পুলিশের ভূমিকা থাকবে শতভাগ নিরপেক্ষ। পেশাদারিত্বের সাথে আমরা নির্বাচন সম্পন্ন করবো বলেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।
পুলিশ সুপার বলেন, প্রার্থী বা প্রার্থীর কোন লোকের কাছ থেকে নূন্যতম সুবিধা নেয়া যাবে না। প্রয়োজনে একটি দিয়াশলাইও নেয়া যাবে না। আমরা পুলিশ বাহিনী পরিশ্রম করতে অভ্যস্ত। কারও কাছ থেকে কোন সুবিধা নিয়ে নিজেকে পুলিশ বাহিনীকে বিতর্কিত করলে কোন ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন তিনি।
আগামীকাল ময়মনসিংহ সদরের ৩নং বোররচর ইউনিয়নের উপ নির্বাচন উপলক্ষ্যে কোতোয়ালী মডেল থানার অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।
কোতোয়ালী ওসি ফিরোজ তালুকদার বলেন,
এবারের নির্বাচন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায়। কেন্দ্রের ৪০ গজের মধ্যে কোন প্রকার অনিয়ম হতে পারবেনা। যেই অনিয়ম করার চেষ্টা করবে ছাড় দেয়া হবে না। কোন ধরনের স্বজনপ্রীতি চলবে না এমন নির্দেশনা দিয়ে অফিসার ফোর্সদের প্রতি হুশিয়ারী দেন তিনি।
তিনি বলেন, ভোট কেন্দ্রে দায়িত্বরত কোন পুলিশ সদস্য কারও দেয়া খাবার খাবেন না। এমন কোন কাজ করা যাবেনা যাতে করে পুলিশ বিতর্কিত হয়।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।