ময়মনসিংহ বিডি নিউজ২৪
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ এ জেলাতে যোগদানের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। যার ফলে রেঞ্জ ও জেলার অভিভাবক ডিআইজি ও পুলিশ সুপার এই দক্ষ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করতে একটুও ভুল করেনি।
রেঞ্জের ৪ জন ডিবি ওসি ও ৩৭ জন অফিসার ইনচার্জদের কর্মের উপর হিসেব-নিকেশের পর তাহার পাল্লাই হয়েছে ভারি। যার ফলে এভারেও জেলা এবং রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং পুলিশ লাইনে মাসিক কল্যান সভা থেকে এই পুরষ্কার গ্রহণ করেন ওসি ডিবি শাহ্ কামাল আকন্দ।
বাংলাদেশ পুলিশের গর্ব ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার দক্ষ এবং চৌকষ কর্মকর্তার সাফল্য। প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়া ছড়িয়ে পড়ে তার প্রতিটি অভিযানের সফল সংবাদ। সেই সাথে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মূহুর্তেই ছড়িয়ে পড়ে তার সাফল্য। শুধু মিডিয়াকর্মী নয় সম্প্রতি সময়ে তার কর্মকান্ডে মুগদ্ধ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা
সেই সাথে ময়মনসিংহ জেলার সুশীল সমাজ ও সাধারণ মানুষও তাকে সাধুবাদ জানান মাদক-সন্ত্রাস-ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই এবং ডাকাতি ও জুয়াড়ীদের বিরুদ্ধে তার অভিযান অব্যাহত রাখার জন্য। বর্তমানে থেমে থেমে মটরসাইকেল মহড়াকে সাধুবাদ জানিয়েছেন
এলাকাভিত্তিক বাসিন্দারাও কারণ কিছু কিছু মহলায় এমনভাবে উঠতি বয়সের যুবকদের আড্ডার আসর বসে করে হৈ-হুল্লর যা এলাকার গন্যমান্য ব্যক্তিরা কর্ণপাত করেনি তারা।
এই অভিযানটি যেনো থেমে না যায় সেই অনুরোধও জানিয়েছেন। এব্যাপারে ওসি ডিবি শাহ্ কামাল আকন্দর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছি। সময় সল্পতার কারণে অনেকের অনুরোধ রক্ষা করা যায় না। তবে পরবর্তীতে অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযান চলে জেলা পুলিশ সুপারের নির্দেশে। অভিযোগের গোপনীয়তা রক্ষা করে আমাদের অভিযান চলছে চলবে। চাই সকলে সহযোগিতা ও দোয়া।