ময়মনসিংহ জেলায় অতীতের চেয়ে অপরাধ, মাদক,ছিনতাই, জুয়া অনেকটাই নিয়ন্ত্রনের পথে। আর এই অপরাধ দমনে ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ যার নিত্যদিনের কাজ। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল স্যার। সম্প্রতি সময়ে ডিজিটাল জুয়ারীদের আস্তানায় দিলেন হানা। বারো লক্ষ টাকা সহ তিন জুয়ারীকে করলেন গ্রেফতার।
আবারো অভিযান চালিয়ে আন্তঃজেলা মটর সাইকেল চুরের ১২ সদস্যকে গ্রেফতারসহ ৫টি মটর সাইকেল করলেন উদ্ধার। ভিন্ন জুয়ারীদের একটু ভিন্ন ভাবেই দিলেন হানা । এরা নিষিদ্ধ ডিজিটাল অনটেন জুয়া খেলারত অবস্থায় সাতজনকে নগদ টাকা ও খেলার উপকরণসহ করলেন গ্রেফতার। গরীবের উপার্জন যাকে বলে সম্প্রতি সময়ে একটি অটো মানেই একটি পরিবার
সেই অটোর জন্য মানুষ হত্যা করতে একটুও বুক কাপছে না অপরাধীদের। সেই অপরাধীকে গ্রেফতার করছেন প্রতিদিনই জেলা গোয়েন্দা শাখা। আজও তিনটি অটোসহ দুই চোরকে করলেন গ্রেফতার। সফলতার দাবীদার সফল গোয়েন্দা কর্মকর্তা ওসি কামাল। ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক আহমার উজ্জামানের নির্দেশে ওসি কামাল গড়ে তুলেছেন একটি শক্তিশালী টিম ওয়ার্ক
প্রতিটি অফিসার প্রশিক্ষণ, দক্ষতা, কৌশল গ্রহণ করেন দক্ষ ও কর্মঠ ওসি শাহ কামাল আকন্দের কাছ থেকে। যার ফলে ভিন্ন ভিন্ন অভিযান, ফলাফল প্রচুর। অভিযানের অংশ বিশেষ তুলে ধরেন নিজের ফেসবুক আইডিতে। সহজেই যাতে চোরাইকৃত মালামাল মালিক পক্ষ বুঝে নিতে পারেন। মোটর সাইকেলের ইঞ্জিন নম্বার সেই সাথে অটো রিক্সার লাইসেন্স একথায় বৈধ মালামাল উদ্ধার হলে প্রকৃত মালিকদের হাতেই তুলে দিচ্ছেন অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ। নগরবাসীও তার প্রতিটি অভিযানকে সাধুবাদ জানান।