ময়মনসিংহ বিডি নিউজ২৪:
গত ১০/০১/২০২১ইং রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ রবিবার সন্ধায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম খাইরুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রাথী গোলাম কিবরিয়াসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মেয়র প্রাথী গোলাম কিবরিয়া পরীক্ষিত মানুষ। তিনি সৎ, আদশবান মানুষ। ফুলবাড়িয়ার উন্নয়ন নিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলে মিলে ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিজয়ী করুন, ফুলবাড়ীয়ার এমপি মোসলেম উদ্দিনকে সাথে নিয়ে স্বল্পতম সময়ে ফুলবাড়িয়া পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা করা হবে। এছাড়া পৌর এলাকার জনচাহিদা পুরনে রাস্তা-ব্রিজ করা হবে।
ফুলবাড়ীয়া কলেজ সরকারি করনে তিনি আরো বলেন, এটা সময়ের দাবি। এমপি মোসলেম উদ্দিনকে সাথে নিয়ে শিক্ষামন্ত্রীর মাধ্যমে অতি অল্প সময়ে ফুলবাড়ীয়া কলেজকে সরকারি করা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, অনেকেই নৌকার বিরোধীতা করছেন। যারা বিরোধিতা করছেন তাদেরকে চিহ্নিত করা হয়েছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের আগের সিদ্ধান্ত আর বর্তমান আওয়ামী লীগের সিদ্ধান্ত এক নয়। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে দলীয় শৃঙ্খলা মানতে হবে।
অন্যথায় ভবিষ্যতে আওয়ামী লীগের কোন পদে জায়গা হবেনা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রাথীর পক্ষে কাজ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।