ভালুকা-ময়মনসিংহ প্রতিনিধি
Mymensingh Bd News24 :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে দিকে গ্রেফতারকৃত আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে
গ্রেফতারকৃত মাওলানা সিদ্দিকুর রহমান (৩৪) তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পূর্ব বাঁকাইল গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। সে বর্তমানে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি মধ্যপাড়া উলুমুল কোরআন আদর্শ মাদ্রাসার প্রিন্সিপাল।
মামলার বিবরণে জানা যায়, গত ৮-৯ মাস আগে গৃহবধূ অসুস্থ থাকলে মাদ্রাসার শিক্ষক তাকে কবিরাজি চিকিৎসা করে। চিকিৎসার সুবাদে শিক্ষকের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। পরিচয়ের সুবাদে একপর্যায়ে শিক্ষক ওই গৃহবধূকে বিবাহের প্রলোভন দেখায় এবং প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ৮ এপ্রিল বেলা ১১টার দিকে ধলিকুড়ি মধ্যপাড়া উলুমুল কোরআন আদর্শ মাদ্রাসার শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান তার থাকার রুমে ওই গৃহবধূকে ফোনে ডেকে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম পিপিএম বলেন, ঘটনার প্রাথমিক ভাবে তদন্ত করে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।