Mymensingh Bd News24 :
আজ ০২ জুলাই ২০২১ লকডাউন কার্যকর করতে মাঠে আছে জেলা প্রশাসনের তেরটি এবং উপজেলায় ২৬ টিসহ মোট ৩৯টি অভিযান পরিচালনাকারী মোবাইল কোর্ট টিম।
ভোর ৬.০০ টা হতে শুরু হয়েছে এই অভিযান, চলবে রাত ১০.০০ পর্যন্ত। রাত দশটার পর থেকে পুলিশের ৪০টি টহল টিম মাঠে থাকবে।
অভিযান স্থলে অভিযান কার্যক্রম তদারকি করতে এই মূহুর্তে শহরের বিভিন্ন স্থানে যাচ্ছেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ; জনাব মোহাঃ আহমার উজ্জামান, পুলিশ সুপার, ময়মনসিংহ; জনাব একেএম গালিভ খান, উপপরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ; জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ; জনাব নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ; জনাব আয়েশা হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এবং সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ময়মনসিংহ।
পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করে। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।