Mymensingh Bd News24 :
আজ মুক্তাগাছায় উপজেলার দুল্লা ইউনিয়নের মলাজানি মৌজার ইছাখালি বাজার সংলগ্ন সরকারি জমিতে বিল্ডিং নির্মাণের অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়।
এ সময় দেখা যায় আবুল হোসেন নামক এক ব্যক্তি সরকারি জমিতে গৃহ নির্মাণ করে এবং সেকান্দর আলী নামক একজন সরকারি রাস্তা দখল করে গৃহ নির্মান করেন। সঙ্গে সঙ্গে তাকে দিয়েই রাস্তার জমি অবমুক্ত করানো হয়।
সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করা/ সরকারি কর্মচারীকে তার কর্তৃত্ববলে সম্পত্তি গ্রহনে বাধা দেয়া দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আবুল হোসেন পলাতক হওয়ায় তাকে পাওয়া যায়নি।
সরকারি সম্পদ সংরক্ষণে সকলকে সম্মিলিভাবে উদ্যোগী হতে হবে। তথ্য দিয়ে পাশে থাকুন। এ সময় অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম প্রমূখ।