Mymensingh Bd News24
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়,৭নং বাক্তা ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে মসজিদে যাওয়ার ১৫০ বছরের পুরাতন রাস্তা (ছমিন, মমিন,গেন্দা নাজি)চার ভাইয়ের পৈত্রিক সম্পত্তি জোর পুর্বক দখল করে নেয় উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আহছান হাবীব বাবুল মাষ্টার ও তার চাচাতো ভাই মালেক, আতিক(আদু ডাক্তার, তাদের পরিবার।
এলাকার বাসিন্দাদের থেকে জানা যায় বাবুল ও তার চাচাতো ভাইয়েরা মূলত বংশগত ভাবেই শোষক শ্রেণির লোক।বাবুলের চাচা মৃত আবু হানিফা আকন্দ ছিল শোষক শ্রেণির একজন মাতব্বর।
তার জীবদ্দশায় তিনি সমাজের দারিদ্র মানুষদের ভয় দেখিয়ে জমিজমা কেরে নেওয়ার অভিযোগ পাওয়া যায় সমাজের সকল শ্রেনির মানুষের বক্তব্যে।
তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর সেই জুলুম- অত্যাচারের দেখা মেলে তার ভাতিজা বাবুলের অসামাজিক কার্যকলাপে।
বাবুল প্রায় ১মাস যাবৎ শ্রীপুর কাচিচুড়া হইতে তালতলা বাজারে যাওয়ার রাস্তাটি নালা কেটে মরণ ফাদ তৈরী করে এবং বন্ধ করে রাখছে।রাস্তাটি বন্ধ হওয়ায় সমাজের সকল লোকজনের চলাচলের ভোগান্তির সৃষ্টি হয়,তাই সমাজের সকল লোকজন বাবুলের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ জানায়।বাবুলের অন্যায়ের প্রতিবাদে (ছমিন, মমিন,গেন্দা, নাজি) চারভাই সহ তাদের পরিবারের সকলেই শীর্ষ ভুমিকা রাখে।।
তাই বাবুল তাদের ওপর মারামারি ও ভাংচুরের মিথ্যা অভিযোগ এনে হয়রানি মুলক ভাবে মামলা করে,এবং তাদের ১৯শতাংশ পৈতিক সম্পত্বি যা তারা ওয়ারিশ শরুপ ভোগ করে আসছিল, সেই সম্পত্তিটি জোর পুর্বক দখল করে নেয়।
উক্ত জমির মালিকানা দখল ও কাগজ পত্র শরুপ (ছমিন, মমিন,গেন্দা, নাজি) চার ভাইয়ের পক্ষে।উক্ত ঘটনায়, আবুল কাসেম,খলিল,গোলাপ,এনামুলের নামে মিথ্যা চাদাবাজি মামলা করে হয়রানির শিকার বানিয়েছে ইতি মধ্যে।
যারা বাবুলের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করছে,তাদেরকেই হতে হচ্ছে মিথ্যা মামলার আসামি,উক্ত বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা এবং জেলা প্রশাসকের সু দৃর্ষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী ।