Mymensingh Bd News24
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন স্যারের দিক- নির্দেশনায় এস আই জ্যোতিস চন্দ্র দেব এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার, ফোর্স সহ এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ফুলবাড়ীয়া থানাধীন রাধাকানাই ইউনিয়নের টুক্কির পাড় থেকে ২০ কেজি গাঁজা সহ শাহজাহান সাজু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান সাজুর বসত বাড়ীতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করে।
উক্ত সংবাদ ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া এবং তাহার নির্দেশে সংবাদের বিষয়টির সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
১০/০৮/২০২১ ইং তারিখে রাত ৪.১৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে উপস্তিত হলে পুলিশের উপস্থিতি টের পাইয়া কতিপয় অজ্ঞাত নামা ২ জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা কালে আসামী শাহজাহান সাজুকে গ্রেফতার করা হয়। অপর আসামী রাতের অন্ধকারে দৌড়াইয়া পালাইয়া যায়।
গ্রেফতার কৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে তাহার নাম ঠিকানা প্রকাশ করে।
আসামীকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে ,আসামী স্বীকার করে তাহার হেফাজতে মাদক দ্রব্য গাঁজা আছে।
পরবর্তীতে আসামী কে নিয়ে তাহার বসত ঘরের পূর্ব পাশ্বে কাচারি ঘরের দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করিয়া সিলিংএর উপরে থাকা একটি পুরাতন প্লাষ্টিকের বস্তা ভর্তি মাদক দ্রব্য গাঁজা দেখানো সহ সিলিং এর উপর হইতে ১৯.৭০০(উনিশ কেজি সাতশত ) গ্রাম গাঁজা তাহার নিজ হাতে স্বাক্ষীগনের সামনে বাহির করিয়া দেয়।
যার মূল্য আনুমানিক ৩,১৫,২০০(তিন লক্ষ পনের হাজার দুইশত টাকা প্রাপ্ত হইয়া জব্দ করিয়া আসামী সহ ফুলবাড়ীয়া থানায় হেফাজত করে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর স্মরনী ১৯ (গ)/৪১ ধারার অপরাধ করায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।