Mymensingh Bd News24
গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন অনুষ্ঠানে সারা বাংলাদেশের ২১ জন মৎস্য চাষীকে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
তারই অংশ হিসেবে ভালুকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু মহোদয়কে মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ স্বর্নপদক ও চেক প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার ডঃ শিরিন শারমীন চৌধুরী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী জননেতা ডঃ আব্দুর রাজ্জাক মহোদয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ জনাব নুর ই আলম চৌধুরী এমপি মহোদয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট শ. ম রেজাউল করিম এমপি মহোদয়।