Mymensingh Bd News24
০৫/০৯/২০২১ ইং তারিখ অফিসার ইনচার্জ ফুলবাড়ীয়া এর নের্তৃত্বে অফিসার ফোর্স সহ মাদক সম্রাট মোঃ হেলাল মিয়া (৩৭) কে ফুলবাড়ীয়া থানাধীন কৈয়ারচালা উওরপাড়া সাকিনস্থ আগার আকন্দ জামে মসজিদ এর সামনে কাচা রাস্তা হইতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া ফুলবাড়ীয়া থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৯/২০২১ ইং ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ রুজু করিয়া ইং-০৬/০৯/২০২১ তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।