Mymensingh Bd News24
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে দুইবার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছেন।
সার্বিক সহযোগিতা, দিক-নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সফলভাবে সম্পাদন করে আসছেন।
জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব মেম্বার হিসেবে অধিষ্ঠিত হয়েছেন তিনি।
ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে রয়েছে তার সু সম্পর্ক। তিনি রাঙ্গামাটিয়া ইউনিয়নের উন্নয়নে ওয়ার্ড বাসীসহ সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।
স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করে দলমত নির্বিশেষে তিনি ১নংওয়ার্ডের মধ্যে আস্থা অর্জন করেছেন।
এছাড়াও রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত টিআর, কাবিখা-টাবিখা, কর্মসৃজন প্রকল্প, এলজিএসপি, অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে ব্রীজ ও কালভার্ট নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়েছেন।
উন্নয়ন পাগল, জনগণের আস্থাভাজন পরিশ্রমী বিচক্ষণ মেম্বার সেকান্দার আলী রাঙ্গামাটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন এবং করতে চান।
মেম্বার তার বক্তব্যে বলেন, আমি সারাজীবন ওয়ার্ডবাসীর কল্যাণে ও উন্নয়নে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে ১ নং ওয়ার্ডকে ইউনিয়নের একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি ইউনিয়নের উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।