Mymensingh Bd News24 :
শহিদুল ইসলাম সোহেল(বিশেষ প্রতিনিধি):বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় পঞ্চাশ কোটি টাকা মূল্যের ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ নৌ পুলিশষ্টেশন ইনচার্জ ওসি ফারুক হোসেনের নেতৃত্বে সকাল থেকে বিকাল আনুমানিক ৪ টা পর্যন্ত কালীগঞ্জ ও লালগঞ্জ বাজারে কয়েকটি দোকান সহ
আশপাশের এলাকায় অভিযান চালায়।এসময় এক কোটি ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়,জব্দ কৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা।
নৌ-পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিকাল আনুমানিক ৪ টা পর্যন্ত কালীগঞ্জ ও লালগঞ্জ বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ষ্টেশন ইনচার্জ ওসি ফারুক হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।একাজের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।অবৈধ ভাবে মাছ শিকার বন্ধে এবং নদীপথ নিরাপদ রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য,গত ২২শে আগষ্ট মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ষ্টেশন ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি ফারুক হোসেন।যোগদানের পর থেকেই এলাকার অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন।ইতিমধ্যে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করাসহ কুখ্যাত নৌ ডাকাত চক্রের সদস্য একাধিক মামলার আসামি রুবেল হোসেন কে গ্রেফতার করেছেন।এর আগে তিনি মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ হিসেবে দুই বার ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে পুরষ্কৃত হন।