Mymensingh Bd News24
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক দূরত্ব মেনে আজ ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ‘কমিউনিটি পুলিশিং সমাবেশ’ আয়োজন করে।
কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ।
ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ।
সমাবেশে জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ; জনাব আয়েশা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ; জনাব মোঃ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ময়মনসিংহ এবং জনাব কে. আর ইসলাম, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, ময়মনসিংহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সমাবেশে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ, ছাত্র, শিক্ষক,নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি’কমিউনিটি পুলিশিং সমাবেশ’ আয়োজন করে।