MYMENSINGH BD NEWS24 :
একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য আলহাজ মোঃ দবিরুল ইসলাম, মোঃ মুজিবুল হক, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন এবং বাস্তবায়ন, পরিবেক্ষণ ও মুল্যায়ন বিভাগ (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত এবং সম্প্রতি সমাপ্ত একাদশ জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ ও সর্বশেষ প্রকল্পের হালনাগাদ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।
বাংলাদেশের কোন জেলার কোন কোন অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে তার একটি মহাপরিকল্পনা প্রস্তুতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, যা আগামী ২২ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে কমিটিকে অবহিত করা হয়। এ বিষয়ে কমিটি মহাপরিকল্পণার কাজ দ্রæত শেষ করার এবং গৃহীতব্য প্রকল্পগুলো অতিদ্রুত বাস্তবায়ণের উদ্যোগ গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম হতে ২৩তম অধিবেশনে যে সকল প্রতিশ্রুতি সংসদের ফ্লোরে দেওয়া হয়েছে তা জরুরীভিত্তিতে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া দেশের বিদ্যমান বিমান বন্দরগুলো সংস্কার, আধুনিকায়ন ও রানওয়ে সম্প্রসারণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কমিটিকে জানানো হয়।
কমিটি উক্ত কার্যক্রম দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের চেয়ারম্যান, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাসহ, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।