Mymensingh Bd News24 :
বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়িয়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১৯ ফেব্রুয়ারী ২০২২ সমাপ্ত হয়েছে।
সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি মহোদয়।
সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যে সকল প্রার্থীরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন তাদের সকলের সাথে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, ও রেমন্ড আরেং এবং জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
সমঝোতা বৈঠকে উভয় পদে প্রার্থীগন কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন |
পরবর্তীতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সকল প্রার্থীদের রাজনৈতিক ও সাংগঠনিক দিক বিবেচনা করেন অতঃপর বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের স্বাক্ষরে এড.ইমদাদুল হক সেলিমকে সভাপতি
এবং মোঃ হারুন-অর-রশিদ হারুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সেইসাথে
১. সহ-সভাপতি হিসেবে এড. শামসুল হুদা
২.আব্দুল মালেক সরকার
৩.মোঃময়েজ উদ্দীন তরফদারের নাম ঘোষণা করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে
১. মুজিবুর রহমান খান
২. মোঃ রহুল আমীন
৩. মোঃ আবু কাওসার মিলনের নাম এবং
সাংগঠনিক সম্পাদক হিসেবে
মোঃ শামসুল আলম আকন্দ বাবলুর নাম ঘোষণা করা হয়
সংবাদ বিজ্ঞপ্তি প্রচারে
আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল
দপ্তর সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
ময়মনসিংহ জেলা শাখা