Mymensingh bd news24 :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফুলবাড়ীয়া থানার সকল কর্মকর্তা-কর্মচারী, সহযোগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পেশাজীবীসহ দেশবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
এক বার্তায় ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঈদ মোবারক । ঈদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আযহা মুসলমানদের নিবির ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে,দেশের বিদ্যমান কোভিট-১৯ ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, পবিত্র এই দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল আযহায় আমি এই কামনা করি।
যাত্রাপথে অপরিচিত কারও দেয়া খাবার পানাহার থেকে বিরত থাকুন, আসুন সবাই মিলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে অনুসরণ করি। মাস্ক পরি। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধৌত করি। সকল আনুষ্ঠানিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ আনন্দ বিলিয়ে দেই সকলের ঘরে ঘরে, সেই প্রত্যাশায় অবিচল আমরা। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সকলের। ঈদুল আযহার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।
ঈদের সময় পরিবারের টানে ঘরমুখো যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে নিরলস ভাবে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছি।