Mymensingh Bd News24:
ফুলবাড়িয়া থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম মহোদয়।
সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) তারিখ পুলিশ সুপার, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় ফুলবাড়িয়া থানা পরিদর্শন করেন। থানায় পুলিশ সদস্যদের সাথে তিনি মতবিনিময় সভা করেন। তিনি সকল অফিসার-ফোর্সের কথা শোনেন ও তাদের সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।
তিনি সকল অফিসার-ফোর্সকে জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার নির্দেশ দেন। কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন।