Mymensingh Bd News24 :
০৩-১১-২০২২ খ্রিষ্টাব্দ জেলা পুলিশ, ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ পুলিশ লাইন্সে বিট পুলিশিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্মশালায় সভাপতিত্ব করেন এবং তিনি তাঁর বক্তব্যে বিট পুলিশিং এর ভূমিকা ও গুরুত্ব সংক্রান্তে আলোকপাত করেন। ময়মনসিংহ জেলায় বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।