Mymensingh Bd News24 :
আসন্ন ২৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ ফরিদা ইয়াসমীন নীশি’র পক্ষে নৌকা প্রতীকের প্রচারণায় পথসভায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব এহতেশামুল আলম, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সম্পাদক জনাব অধ্যাপক গোলাম সারোয়ার,জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক জনাব এম. এ কুদ্দুস, ফু্লবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাড. ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ হারুন সহ জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে সম্মানিত নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে সরকারের নানামুখী যুগান্তকারী উন্নয়ন চিত্র তুলে ধরেন।