MYMENSINGH BD NEWS24 : ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে সমাবেশ, র্যালি ও ফু্লবাড়ীয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব অ্যাড. ইমদাদুল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ হারুন এর সঞ্চালনায় দিনটির গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে সমাবেশ বক্তারা বক্তব্য প্রদান করেন।দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, এর অঙ্গ,সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, ১ টি পৌরসভা, ১৩ টি ইউনিয়ন, ১২৬ টি ওয়ার্ড হতে আগত তৃণমূল পর্যায়ের কয়েক সহস্রাধিক নেতাকর্মী, সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।শেষে স্থানীয় নূর মসজিদে শহীদদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ করা হয়।