Mymensingh Bd News24 :ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শফিকুল ইসলাম এর থানা থেকে বিদায় হয়ে নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে ফুলবাড়ীয়া থানার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
ফুলবাড়ীয়া থানার হলরুমে শনিবার দুপুর ৩ টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন ওসি আবুল কালাম আজাদ এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শফিকুল ইসলাম থানায় যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উনার অবদানের কথা তুলে ধরে উনাকে ধন্যবাদ জানান, এবং আগামীতেও উনার কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশ এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।ওসি বলেন, ফুলবাড়ীয়া থানা এলাকার মানুষের সাথে কাজ করতে গিয়ে তাদের সাথে আত্মার সাথে সর্ম্পক হয়ে গেছে। কাজ করতে গিয়ে এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছেন, এ জন্য বিদায় বেলায় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা আমার জন্যে দোয়া করবেন, যেন নতুন স্থানে গিয়ে সততার সাথে এলাকার জনগণকে আইনী সহযোগিতা করার মাধ্যমে মুজিব বর্ষের অঙীকার-পুলিশ হবে জনতার সরকারের এই প্রতিপাদ্য বাস্তবায়ন করতে পারি।
বিদায় সংবর্ধনায় ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি এ.কে.এম মাসুদ আলম লিটন, ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বাদল,৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, ফুলবাড়ীয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নূরুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ বুলেটিন পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হালিম,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম খাঁন, তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন, অত্র থানার এসআই, এ এস আই সহ থানার সকল ষ্টাফ উপস্থিত ছিলেন।