বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়ীয়া উপজেলা শাখার ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চৌদার নতুন বাজারে ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মীসভা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আনিছুর রহমান রহমানের সভাপতিত্বে মসিউর রহমান সুমনের সঞ্চালনায় সভায়, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল মাস্টার, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, সদস্য এটিএম মহসিন শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মাহমুদ সরকার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, রাকেশ মল্লিক, মামুনুর রশীদ মামুন, নাসির উদ্দীন, হারুন অর রশিদ, কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, শ্রমিকলীগ নেতা মনির উদ্দিন, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সুজন রতন দে, তাতীলীগের সভাপতি চান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ২০২৪ সালের নির্বাচন হবে একটি কঠিন প্রতিদ্বন্ধিতাপুর্ণ নির্বাচন। নির্বাচনের এই বৈতরণি পার হতে এখন থেকেই কাজ করতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ভাল থাকে, মানুষ ভাল থাকে। নেতৃবৃন্দ বলেন,২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলকে সুসংগঠিত করার মধ্যদিয়ে আওয়ামী লীগকে আরো গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা করছে।
নেতৃবৃন্দ আরো বলেন, দলীয় নেতাকর্মীদের কাজ হলো, দলকে সুসংগঠিত করা এবং নির্বাচন এলে দলকে বিজয়ী করা। গত সাড়ে ১৪ বছরে সারা দেশের ন্যায় ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার উন্নয়নের কথা নেতাকর্মীদের বেশি বেশি প্রচার করতে হবে। ২০০৮ সাল থেকে শুরু করে গত সাড়ে ১৪ বছরে শেখ হাসিনার সরকারের ব্যাপক উন্নয়ন ও জনগনকে দেয়া সুবিধা জনগনের মাঝে বেশি করে প্রচার করতে হবে। বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভুমিকা নিতে হবে। দলের ঐক্য বজায় রেখে শৃংখলার সাথে দল পরিচালনায় সকলের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই এমপি হিসেবে দেখতে চাইবেন আমরা তার সাথেই থাকবো।