Mymensingh Bd News24 :
বিশেষ প্রতিনিধি :
আবারও ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশের পুরস্কার ও সনদ লাভ করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ। এপ্রিল মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে ‘ময়মনসিংহ জেলা শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতির আমুল উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে সার্বিক সাফল্যের নায়ক ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মদ ভুঞার হাতে রবিবার দুপুরে শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম।
রবিবার ১১ জুন দুপুরে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিইিইজ দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম।
সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো: এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস), আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম মহোদয়সহ রেঞ্জ অফিস ও আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ।
কর্মগুনে আলো ছড়ানো ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনপ্রিয় এসপি মাছুম আহাম্মদ ভুঞা বলেন রেঞ্জে ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।