Mymensingh Bd News24 :
শুটিংয়ে আহত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মার্কিন যুক্তরাষ্ট্রে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় নাকে চোট পেয়েছেন তিনি। এজন্য হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি সেটে পরবর্তী ছবির শুটিং করছিলেন শাহরুখ খান। তখন হঠাৎ করেই দুর্ঘটনায় তার নাকে চোট লাগে। সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয়ে যায় তার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নীরিক্ষা করে চিকিৎসকরা জানান, ভয়ের কিছু নেই। তবে নাকের রক্তক্ষরণ বন্ধ করার জন্য একটি অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের পর তা নাকে ব্যান্ডেজ বেঁধে দেয়া হয়।
সর্বশেষপ্রাপ্ত খবরে জানা গেছে, মোটামুটি সুস্থ হয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন শাহরুখ খান। এখন নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি। তিনি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন- এমনটাই প্রত্যাশা তার অগণিত ভক্তের।