৬ জুলাই ২০২৩ বাংলাদেশ যুব মহিলা লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযপান আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত এই অনুষ্ঠানে উপলক্ষে পৌরে সদরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব মহিলা লীগের সহ সভাপতি জনাবা আবিদা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব নূরজাহান বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা জনাব অ্যাড. ইমদাদুল হক সেলিম। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গেলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, কৃষক লীগ সভাপতি মাসুদ আলম লিটন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, প্রমুখ।
জেলা যুব মহিলা লীগ সদস্য জনাব শীলা রাণি দাস, জনাব সংগীতা রাণি সাহা পৌর যোব মহিলা লীগের সভাপতি রুবা আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আলী আহমদ রোকন প্রমুখ ব্যক্তিবর্গ সভায় বক্তব্য প্রদান করেন।