Mymensingh Bd News24 :
বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আনসারুল্লাহ আরিফ। শনিবার সন্ধ্যায় নগরীর চরপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, কোতোয়ালি মডেল থানার এসআই নিরুপম নাগ, এএসআই সুজন চন্দ্র সাহা, কং জোবায়ের হোসেন ও মিজানুর রহমান বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পায় আন্তঃজেলা মাদক ইয়াবা ব্যবসায়ীচক্রের সদস্যরা নগরীর চরপাড়া এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচা করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে চরপাড়া মোড় রুমা কনফেকশনারির সামনে থেকে মাদক ব্যবসায়ী আনসারুল্লাহ আরিফকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে কক্সবাজার জেলার টেকনাফের ইসহাকের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফের বরাত দিয়ে এসআই নিরুপম নাগ বলেন, আরিফ বেশ কিছুদিন ধরে টেকনাফ ও কক্সবাজার থেকে ইয়াবার মোটা চালান বহন করে এনে ময়মনসিংহ নগরীর বিভিন্ন খুচরা ইয়াবা ব্যবসায়ীর কাছে খুচরা বিক্রি করছে। এ ধরনের তথ্য পেয়ে শনিবার তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার সহযোগি ইয়াবা বসবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।