নিজস্ব প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউপি সচিব কর্তৃক সংরক্ষিত আসনের ৩ মহিলা সদস্যের ৪ মাসের ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।জানাগেছে এক বছর আগে বাক্তা ইউনিয়ন পরিষদের সচিব তাহমিনা বেগম অত্র ইউনিয়ন পরিষদের ৩ মহিলা সদস্যের ভাতার ইউনিয়ন পরিষদের অংশ দেওয়ার জন্য স্বাক্ষর নিয়ে ২ মাসের ভাতা জন প্রতি ১০,০০০/- নগদ টাকা দেন।ভাতার টাকা চেকের মাধ্যমে বিতরণের বিষয়টি অন্যান্য ইউনিয়ন থেকে জানতে পেরে চেয়ারম্যান ও সচিবকে জানানোর পর তারা কোন তথ্য দেয়নি।পরবর্তীতে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে জানা যায় সচিব মহিলা সদস্যদের ৬ মাসের ভাতার টাকা পরিশোধ করেছেন, কিন্তু মহিলা সদস্যরা ২ মাসের ভাতার টাকা পেয়েছেন। জানা গেছে ৩ জন মহিলা সদস্যদের ৪৯,২০০ টাকা বাক্তা ইউনিয়ন পরিষদের সচিব তাহমিনা বেগম আত্মসাৎ করেছেন। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহি দুল করিম আত্মসাৎকৃত ৪৯,২০০ টাকা মহিলা সদস্যদের ফেরত দেওয়ার নির্দেশ দিলেও আজ পর্যন্ত আত্মসাৎকৃত ভাতার টাকা সদস্যদের ফেরত দেয়নি এবং টাকা চাইতে গেলে নানা তালবাহানা করে। তাছাড়া সচিবের কাছে বিভিন্ন সরকারি বরাদ্দের খোজ খবর নিতে গেলে সচিব তাহমিনা বেগম মহিলা সদস্যদের অপমান অপদস্ত করে এবং মহিলা সদস্যদের কোন প্রকার তথ্য প্রদান করেন না।ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা সাংবাদিকদের জানান,তাদের আত্মসাৎকৃত ভাতার ৪৯,২০০ টাকা ফেরত এবং ইউপি সচিব তাহমিনা বেগম এর বিরুদ্ধে শাস্তিমূলক যথাযথ ব্যবস্থা করার জন্য ২৩/০৭/২০২৩ই তারিখে জেলা প্রশাসক, ময়মনসিংহ বরাবর অভিযোগ করেছেন।