নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলাধীন রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজারে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বিষয়ে ওয়ার্ল্ড ভিশনসহ ৪টি এনজিও এবং গ্রাম উন্নয়ন কমিটির সকলের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি অফিসার জনাব মোহাম্মদ নাহিদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার জনাব মোহাম্মদ নাহিদুল করিম বলেন আশা করি মানুষের প্রতিশ্রুতির মতো দৃঢ় হয়ে উঠুক চারাগুলো, সৌন্দর্যে মুগ্ধ করুক বড়বিলার ভবিষ্যতের পর্যটকদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওয়ালর্ড ভিশন এরিয়া প্রোগ্রাম অফিসার জেমস বিশ্বাস ,রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, ইউনিয়ন পরিষদের মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রমূখ।বক্তারা এসময় সকলে মিলে প্রতিশ্রুতি দিয়েছেন- রাঙ্গামাটিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত রাখবে।এই অঙ্গিকারকে দৃঢ় করতে রাঙ্গামাটিয়ার বড়বিলার নব নির্মিত ১.৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় লাগানো হয়েছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কদম, বকুল, চালতা, কাঁঠাল, জাম ও নিম গাছের মোট ৭৬৮টি চারা গাছ। সমাজের সর্বস্তরের মানুষ বৃক্ষরোপণের এ কর্মযজ্ঞে যুক্ত ছিলেন। চারা গাছ গুলো সরবরাহ করেছে বিভাগীয় বন অফিস, উপজেলা কৃষি অফিস, কারিতাসসহ স্থানীয় এনজিও কর্মীগণ। রোপিত চারার যত্ন ও দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, ইউপি মেম্বার ও চেয়ারম্যানগণ।