youtube.com/watch?v=bK2N4zadknM
MYMENSINGH BD NEWS24 : বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেখি আমাদের বিরোধী দল (বিএনপি) থেকে… যদিও তারা সংসদে নেই, সেখানে না থাকলে তাদের বিরোধী দল বলাও হয় না। তারা বলে আমরা (আওয়ামী লীগ) পালানোর পথ পাবো না। হুমকি দেয়। যিনি এ বক্তৃতাটা দেন তাকে স্মরণ করিয়ে দিতে চাই—শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না, পালাইনি।’
মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সোমবার (৩১ জুলাই) এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দাবি মেনে পদত্যাগ না করলে আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পেরেছে? পারে নাই। তারপর এরশাদ ও খালেদা জিয়া। এরা তো রীতিমতো একাত্তর সালের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গণহত্যা চালিয়েছে। ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।’
বিএনপির ধারাবাহিক কর্মসূচির অর্থের জোগান নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘আমার প্রশ্ন, কোথা থেকে এত টাকা পাচ্ছে? যত চুরি করা টাকা ছিল, সেগুলো এখন বেরোচ্ছে? এক একটি মিটিং করতে যে টাকা খরচ করছে, সেগুলো কোথা থেকে আসছে?’ ২০০৭ সালে রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান বিদেশে পালিয়েছিল বলে আবারও উল্লেখ করেন শেখ হাসিনা। সেই সময় তিনি (প্রধানমন্ত্রী) বিদেশে ছিলেন বলেও জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমাকে তখন তত্ত্বাবধায়ক সরকার আসতে দেবে না। সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে বলে দিয়েছে, আমাকে নিয়ে ঢাকায় যেন অবতরণ না করে, ঢাকায় তাদের অবতরণ করতে দেবে না। এই ধরনের নির্দেশ দেওয়ার পরও আমি এক রকম জোর করে বাংলাদেশে ফিরে আসি।’
২০০৭ সালে বিদেশ থেকে শেখ হাসিনার দেশের ফেরার সময় বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাত না যায়, তার জন্য তৎকালীন সরকার হুমকিও দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। ওই সরকারের হুমকি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে যাওয়ার ঘটনা বর্ণনা করেন আওয়ামী লীগ সভাপতি।