MYMENSINGH BD NEWS24 :
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় বঙ্গবন্ধু চত্ত্বরে ১৫ই আগস্ট ২০২৩ইং মঙ্গলবার সকাল ৯ টার সময় মহান মুক্তিযুদ্ধ সংগঠক,গণপরিষদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পকিত সংসদীয় কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি মহোদয় এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম মহোদয়,ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোঃশাহিনুজ্জামান খান মহোদয়,উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,কে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ করেন ও আলোচনা সভা,গণভোজের আয়োজন করেন।এসময় উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় পৃথকভাবে ফুলবাড়ীয়া পল্লী বিদুৎ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,ফুলবাড়ীয়া কলেজ, জাতীয় পার্টি,পাইলট উচ্চ বিদ্যালয় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
অপর দিকে দুপুর ১২ টার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট ইমদাদুল হক সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া ও মোনাজাত,শোক র্যালি, বিশেষ আলোচনা সভা,গণভোজের আয়োজন করা হয়েছে।এসময় উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।