Mymensingh Bd News24 :
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর বব মেনেনডেজ প্রেসিডেন্ট জো বাইডেনের একজন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত।সম্প্রতি নিউজার্সি থেকে নির্বাচিত প্রভাবশালী মার্কিন এই সিনেটরের বিরুদ্ধে শত শত কোটি ডলার ঘুষ গ্রহণের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
দেশটির ‘অ্যাটর্নি কার্যালয়’ থেকে প্রকাশিত অভিযোগত্রে বলা হয়, মিসর সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে নিউজার্সির তিনজন ব্যবসায়ীর কাছ থেকে কোটি ডলার ঘুষ নিয়েছেন মেনেনডেজ ও তার স্ত্রী। এই সিনেটরের বাসভবন থেকে বিপুল সংখ্যক সোনার বার, শত শত কোটি ডলার নগদ অর্থ উদ্ধার করেছে ফেডারেল প্রসিকিউটররা। এসব সোনার দাম প্রায় ২ লাখ ডলার।
মার্কিন সিনেটের ‘ফরেন রিলেশন কমিটি’র ডেমোক্র্যাট দলীয় সদস্য মেনেনডেজ। বাংলাদেশের র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রশাসনকে এই মেনেনডেজই ২০২০ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন। র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে তিনি বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করেন।
জানা যায়, ২০২০ সালে ‘রাস্কি পার্টনারস’ ও ‘ব্লু স্টার’ নামে আমেরিকার দুটি লবিস্ট ফার্মকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে ২৩ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।এই দুটি লবিস্ট ফার্মের মালিক দুই মার্কিন সিনেটর।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন,,বিএনপি দেশের প্রশাসনের বিরুদ্ধে লবিষ্ট নিয়োগ করে ঘুষ দিয়ে নিষেধাজ্ঞা এনেছে যা রাষ্ট্রদ্রোহিতার সামিল।এরা ক্ষমতায় আসলে দেশকে পশ্চিমার কাছে বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করবে না। আমরা এদের কাছ থেকে বেশি কি আশা করতে পারি!!!