স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) নবগঠিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কমিটিতে গফরগাঁও উপজেলার তিনজন শীর্ষ রাজাকারের পুত্র যুদ্ধকালিন শান্তি কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাতেন রাজাকারের সন্তান ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলকে সহ-সভাপতি, শান্তি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক চানু মিয়ার ছেলে এড: কায়সার আহমদকে উপদেষ্টা পরিষদের সদস্য ও শান্তি কমিটির সদস্য আব্দুর রশিদ সম্ভাইরা রাজাকারের ছেলে ড: আবুল হোসেনকে উপদেষ্টা পরিষদের সদস্য করায় গফরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পরপরেই রাজাকার পুত্রদের পদ পদবীতে দেখে মুক্তিযোদ্ধাদের মনে ক্ষোভের সঞ্চার হয়।
তারা গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে দ্রত রাজাকার পুত্রদের জেলা কমিটি থেকে অব্যাহতি দেয়ার জোরালো দাবি জানিয়েছেন।