MYMENSINGH BD NEWS24 :
নিজস্ব প্রতিনিধি :
ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিরোধী দলের মিথ্যাচার-গুজব-সন্ত্রাস-জঙ্গিবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট ইমদাদুল হক সেলিম,সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ হারুন অর রশিদ ।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী প্লেকার্ড ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে সভা স্থলে এসে হাজির হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র জনাব আলহাজ্ব মোঃ গেলাম কিবরিয়া , কৃষক লীগ সভাপতি জনাব মাসুদ আলম লিটন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক জনাব মঞ্জুরুল হক রাসেল, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর আলম,জেলা যুব মহিলা লীগ সদস্য জনাব শীলা রাণি দাস, জনাব সংগীতা রাণি সাহা পৌর যোব মহিলা লীগের সভাপতি রুবা আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক জনাব আলী আহমদ রোকন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।